Wellcome to National Portal
খবর:
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০২১

বিএনএসিডব্লিউসি’র ইতিহাস

বিএনএসিডব্লিউসি বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশনের (সিডব্লিউসি) প্রধান বাস্তবায়নকারী সংস্থা। বাংলাদেশ ১৪ জানুয়ারি ১৯৯৩ তারিখে উক্ত কনভেনশনটি স্বাক্ষর করে। ২৫ এপ্রিল ১৯৯৭ তারিখে কনভেনশনটি কার্যকর হয়। বাংলাদেশ সরকার কর্তৃ্ক ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) কে জাতীয় কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ে সিডব্লিউসি বাস্তবায়ন ও এর শর্তসমূহ পরিপালনের নিমিত্তে ২৪ সেপ্টেম্বর ২০০৬ সালে বাংলাদেশ সরকার ‘রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬’ প্রনয়ণ করে এবং উক্ত আইনের মাধ্যমে ‘বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)’ গঠন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দশটি মন্ত্রনালয়, সশস্ত্র বাহিনী বিভাগের অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাণিজ্য কাস্টমস ও রসায়নিক দ্রব্য সংশ্লিষ্ট সংস্থা হতে অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার মোট একুশ জন সদস্য নিয়ে বিএনএসিডব্লিউসি গঠিত। বিএনএসিডব্লিউসির দৈনন্দিন কার্যক্রম ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যাক কর্মকর্তা ও কর্মচারী সম্বলিত একটি র্নিবাহী সেল রয়েছে। বিএনএসিডব্লিউসি'র অফিস ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত।